ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

আবার মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নাটক ‘কাদামাটি’

আবার মঞ্চে আসছে জাগরণী থিয়েটারের নাটক ‘কাদামাটি’

প্রবাসে শিকড় হারানোর গল্প নিয়ে নির্মিত জাগরণী থিয়েটারের নাটক ‘কাদামাটি’। নাটকটি আবারও মঞ্চে আসছে। আগামী ২ আগস্ট সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে এর দ্বিতীয় প্রদর্শনী।

জাগরণী থিয়েটারের ২১তম প্রযোজনা হিসেবে ৪ জুলাই প্রথম মঞ্চস্থ হয় নাটকটি। দর্শক-সমালোচকের প্রশংসা কুড়ানো এই একক অভিনয়ের নাটকটি লিখেছেন অনিকেত পাল, নির্দেশনায় আছেন দেবাশীষ ঘোষ।

নাটকে একক অভিনয়ে আছেন স্মরণ সাহা। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এর আগে কখনো একক অভিনয় করিনি। ‘কাদামাটি’ সেই প্রথম অভিজ্ঞতা। আর এই নাটক আমার নিজের জীবনের কথাও যেন বলে দেয়। এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নাটকের নির্মাতা দেবাশীষ ঘোষ বলেন, ‘‘কাদামাটি’ তাদের গল্প যারা জীবনের নিরাপত্তা, সন্তানের ভবিষ্যৎ বা শেষ বয়সের নিশ্চিন্ততার খোঁজে নিজভূমি ছেড়ে চলে যান অন্য কোথাও। কিন্তু নতুন সেই ভূমি অনেক কঠোর, একাকী। জীবনের প্রয়োজনে মানুষ জায়গা বদলায়, কিন্তু শিকড়ের খোঁজ যেন থেমে থাকে না।

আরও পড়ুন

তিনি আরও যোগ করেন, ‘এ শহরে আমরা সবাই উচ্চ ভবনের ভিড়ে হারিয়ে যাই। স্বপ্নের পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক সময় নিজের পরিচয়টাই হারিয়ে ফেলি। এই নাটকে সেই বাস্তবতা, সেই অনুভূতির কথাই বলা হয়েছে।

নাটকটির সেট ও লাইট ডিজাইন করেছেন পলাশ হেনড্রি সেন। আবহ সংগীতে আছের রামিজ রাজু, প্রক্ষেপণে শাহানা জাহান সিদ্দিকা, সাজিদ আহমেদ রনি, শ্রেয়া সাহা স্বর্ণা। প্রযোজনা অধিকর্তা আজিম উদ্দিন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন