রাতুলের মৃত্যুতে পিছিয়ে গেল ‘অড সিগনেচার’র কনসার্ট

সড়ক দুর্ঘটনায় দলের এক সদস্যের মৃত্যুর পর এক বছর ধরে বন্ধ থাকা সংগীতযাত্রা ফের শুরু করতে যাচ্ছিল ‘অড সিগনেচার’ ব্যান্ড। সেই প্রত্যাবর্তনের তারিখ পিছিয়ে গেল নতুন শোকে। সম্প্রতি মারা গেছেন রক ব্যান্ড ‘ওন্ড’র ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দপ্রকৌশলী এ কে রাতুল। তিনি দলটির আসন্ন কনসার্টে সাউন্ডের দায়িত্বে ছিলেন।
রাতুলের অকাল মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েই কনসার্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ‘অড সিগনেচার’। খবরটি ফেসবুকে জানিয়েছে এই ব্যান্ড।
অড সিগনেচার’ তাদের ফেসবুক পেজে লিখেছে, ‘গত (রোববার) আমরা আমাদের খুব কাছের একজন বড় ভাইকে হারিয়েছি। আমাদের ১ আগস্টের কামব্যাক শোতে সাউন্ডের দায়িত্বে থাকার কথা ছিল রাতুল ভাইয়ের এবং সেই শোতে রাতুল ভাই থাকবেন না, ব্যাপারটা মেনে নেওয়া এ মুহূর্তে আমাদের পক্ষে অসম্ভব। কিছুদিন আগে মাইলস্টোন ট্র্যাজেডি এবং এবার রাতুল ভাই।
এই মৃত্যুগুলো আমাদের মানসিকভাবে ভোগাচ্ছে এবং আমরা চাই না আমাদের ফিরে আসার আনন্দটা এতগুলো শোকের মধ্য দিয়ে হোক। তাই আমরা আরও কিছুদিন সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।
মন্তব্য করুন