নিউজ ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই, ২০২৫, ১১:১২ দুপুর
বগুড়া সোনাতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বগুড়া সোনাতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার, ছবি: প্রতিকী ।
সোনাতলা ( বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় আজ বৃহস্পতিবার (৩১শে জুলাই) বাঙালি নদী থেকে থানা পুলিশ অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে।
সোনাতলা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বয়স আনুমানিক ৩২ বছর । সোনতলা সদর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার পার্শ্ববর্তী বাঙালি নদীতে গতকাল সকালে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে, ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে সোনাতলা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুনমন্তব্য করুন