ভিডিও বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫

২ বছরে কৃতির আয় ৪০০ কোটি!

২ বছরে কৃতির আয় ৪০০ কোটি!

ক্যারিয়ারের সুসময় পার করছেন কৃতি শ্যানন। অভিনয়ের বাইরে নাম লিখিয়েছেন প্রযোজনাতেও, সেই সঙ্গে তার রয়েছে নিজস্ব ব্যবসাও।

মাত্র দুই বছর আগে যাত্রা শুরু করা তার বিউটি ব্র্যান্ড আয় করেছে ৪০০ কোটি রুপিরও বেশি। এমনটা জানিয়েছেন, অভিনেত্রীর ব্র্যান্ড ‘হাইফেন’-এর সহ-প্রতিষ্ঠাতা ও সিইও তরুণ শর্মা।

তিনি জানান, ‘হাইফেনের দ্বিতীয় জন্মদিনে মোট আয়ের এআরআর (বার্ষিক পুনরাবৃত্তি রাজস্ব) অতিক্রম করা এবং ৬০% পুনরাবৃত্তি গ্রাহকের অনুগত গ্রাহক বেস থাকা—এটি অবিশ্বাস্যের চেয়ে কম নয়।

১৯ হাজার প্লাস পিন কোড জুড়ে, মাত্র এক বছরে ১ মিলিয়ন থেকে ৪ মিলিয়ন গ্রাহক পর্যন্ত, এটি সম্ভব হয়েছে কারণ আমরা গ্রাহকদের বুঝতে পেরেছি, একটি বিভাগ তৈরি করেছি এবং সঠিক বিক্রয় চ্যানেলটি বেছে নিয়েছি, পাশাপাশি ডেটাচালিত এক্সিকিউশনসহ একটি তীক্ষ্ণ পণ্য কৌশল

এর আগে ২০২৩ সালের জুলাই মাসে কৃতি শ্যাননের ৩৩তম জন্মদিনে হাইফেন লঞ্চ করা হয়েছিল। সেই যাত্রার কথা উল্লেখ করে কৃতি বলেন, ‘গত দুই বছর অবিশ্বাস্যের চেয়ে কম ছিল না।

আরও পড়ুন

স্ক্র্যাচ থেকে হাইফেন তৈরি করা আমার জীবনের অন্যতম ব্যক্তিগত এবং পরিপূর্ণ যাত্রা।

এটি একটি ধারণা থেকে এমন একটি ব্র্যান্ডে পরিণত হতে দেখা, যা এখন অনেক গ্রাহক বিশ্বাস করে এবং ভালোবাসে—এখনো অবাস্তব মনে হয়।

আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন এবং তাদের জীবনে আমাদের হাইফেন করার সিদ্ধান্ত নিয়েছেন! এটি কেবল শুরু। আমাদের দুই বছরের শুভেচ্ছা!' এদিকে কৃতিকে সবশেষ দেখা গেছে ‘দো পাত্তি’ সিনেমায়।

অভিনয়ের পাশাপাশি তিনি এই ছবিটি প্রযোজনাও করেন। এরপর তাকে আগামীতে ধানুশের সঙ্গে ‘তেরে ইশক মে’-তে দেখা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় যুবদল নেতা অতুলকে কুপিয়েছে র্দুবৃত্তরা

তাসকিনের বিরুদ্ধে করা মারধরের জিডি প্রত্যাহার

৩ মামলায় শেখ হাসিনা, জয় ও পুতুলের বিচার শুরু 

নির্বাচন পরিকল্পনার সমালোচনা করলেই গ্রেপ্তার

বগুড়া সোনাতলায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার 

 জাপান সফরে যাচ্ছেন ইসি সচিব আখতার