ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

আরএমপির সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেলো পরিবার

আরএমপির সহায়তায় হারিয়ে যাওয়া শিশুকে খুঁজে পেলো পরিবার

রাজশাহী প্রতিনিধি : গাজীপুর জেলার জয়দেবপুর থানা এলাকা থেকে অভিমান করে ঘর ছেড়ে আসা আট বছরের শিশু রোহান হোসেন নুরকে উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রাজশাহী মহানগরীর পবা থানার বড়গাছি বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। পরে রোহান হোসেনকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় পবা থানা পুলিশ। রোহান হোসেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার মির্জাপুর এলাকার মামুন হোসেন ও রুকছানা দম্পতির ছেলে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পবা থানার বড়গাছি বাজার এলাকায় এক ব্যক্তি শিশু রোহানকে কান্নাকাটি করতে দেখে তার নাম-ঠিকানা জিজ্ঞেস করলে জানাতে না পারায়, রোহানকে তিনি বড়গাছি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে শিশুটিকে পবা থানায় দায়িত্বরত অফিসারের কাছে হস্তান্তর করেন।

পরে পবা থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম শিশুটির সঙ্গে বন্ধুসুলভ আচরণ করে তার নাম, পিতা মাতার নাম ও মোবাইল নম্বর জানতে সক্ষম হন। শিশু রোহান পুলিশকে জানায়, সে তার বাবার ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়ে এসেছে। প্রথমে ঢাকায় গেলেও পরে রাজশাহীতে চলে এসেছে। পুলিশ শিশুটির মায়ের মোবাইল নম্বরে যোগাযোগ করে গাজীপুরের জয়দেবপুর থানার সহযোগিতায় শিশুটির সঠিক ঠিকানা শনাক্ত করে।

আরও পড়ুন

তিনি আরো বলেন, আজ বুধবার (৭ মে) দুপুরে শিশুটির পিতা-মাতা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে উপস্থিত হলে জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই শেষে শিশু রোহান হোসেন নুরকে তাদের জিম্মায় দেয়া হয়। শিশু রোহান হোসেন নুরকে তার পরিবারের সদস্যরা সুস্থভাবে ফিরে পেয়ে আরএমপি’র পবা থানা পুলিশ ও ভিকিটম সাপোর্ট সেন্টারে কর্মরত সকলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় মাদক সেবনের টাকার জন্য স্ত্রীর শরীরে আগুন দিলো স্বামী

আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী 

‘গণহত্যার বিচার না হলে আরও ভয়ংকর রূপে ফিরবে ফ্যাসিবাদ’

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক