জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলা
শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন ৪৬তম সাক্ষী মাহমুদুর রহমান: তাজুল ইসলাম

অনলাইন ডেস্ক: জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
এদিন বেলা পৌনে ১১টায় ট্রাইব্যুনালে আসেন মাহমুদুর রহমান। মধ্যাহ্ন বিরতির আগে মাহমুদুর রহমান প্রায় দুই ঘণ্টা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যতে তিনি ফ্যাসিবাদী সরকারের প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে ২০০৮ সালের পাতানো নির্বাচন এবং ১/১১ এর সময় তৎকালীন সেনাপ্রধান মঈন উ আহমেদের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের বিষয়ে প্রণব মুখার্জির বইয়ের তথ্য তুলে ধরেন। এর আগে, গত ৯ সেপ্টেম্বর ১৪তম দিনের মতো এ মামলায় ছয় জন সাক্ষ্য দিয়েছেন। তার আগের দিন (৮ সেপ্টেম্বর) সাক্ষ্য দেন তিনজন। এখন পর্যন্ত মোট ৪৫ জনের সাক্ষ্যগ্রহণ রেকর্ড করেছে ট্রাইব্যুনাল।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, মাহমুদুর রহমান সাক্ষ্য প্রদান করছেন। তিনি এই মামলার ৪৬তম সাক্ষী। তার সাক্ষ্যগ্রহণ অসমাপ্ত রয়েছে। আজকে অর্ধেকটা সময় ধরে তিনি সাক্ষ্য প্রদান করেছেন। দিনের বাকি সময়টাও সাক্ষ্য প্রদান করবেন, এরপর জেরা হবে। সোমবার (১৫ সেপ্টেম্বর) আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের এ তথ্য জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকার কীভাবে বিরোধী দল, বিরোধী মতকে দমন করত, কীভাবে গণতান্ত্রিক পদ্ধতির সরকার পরিবর্তিত করে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই প্রসঙ্গে তিনি (মাহমুদুর রহমান) সাক্ষ্য ইতোমধ্যে দিয়েছেন। মাহমুদুর রহমানের সাক্ষ্যগ্রহণ শেষ হওয়ার পর আর দু-একজন সাক্ষ্য দেওয়ার মাধ্যমে এই মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হবে বলেও জানান তাজুল ইসলাম।
মন্তব্য করুন