ভিডিও বুধবার, ৩০ জুলাই ২০২৫

রংপুরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরে ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরে পৃথক অভিযানে ২৫৭ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতয়ালী থানার মায়াময়ী সড়ক কামালকাচনা এলাকায় অভিযান পরিচালনা করে মারুফ হোসেন (৩০) ও মোছা. রেহেনা বেগম (৪০) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-১৩ এর সদস্যরা।

এসময় তাদের সাথে থাকা দু’টি ব্যাগ থেকে ১৭৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত মারুফ হোসেন রংপুর নগরীর নিউ জুম্মাপাড়ার আব্দুল জব্বারের ছেলে এবং রেহেনা বেগম বগুড়া জেলার দুপচাঁচিয়া পৌরসভার মন্ডলপাড়া গ্রামের মোচিম মন্ডলের মেয়ে।

আরও পড়ুন

একইদিনে আরেকটি অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার মেসার্স মৌসুমী ফিলিং স্টেশনের সামনে চেকপোস্ট স্থাপন করে সন্দেহভাজন হিসেবে ফজলুর রহমান (৪৫) নামে একজনকে আটক করা হয়। এসময় তার শরীর তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত ফজলুর রহমান দিনাজপুরের বিরল থানার আকর গ্রামের আব্দুল বাছেদের ছেলে।

পরে আটককৃত তিন মাদক ব্যবসায়ীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব। র‌্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, সারাদেশে সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে র‌্যাব নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা মোবারক

ফাইনালের উত্তাপ ছড়ালেও বুমরাহকে পাচ্ছে না ভারত!

এনসিপিকে শহীদ মিনার ছেড়ে দিল ছাত্রদল

সুনামি : দেশজুড়ে প্রায় ২০ লাখ মানুষকে সরাচ্ছে জাপান

জুলাই আন্দোলনে নিহত হওয়ার স্থানে হবে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ 

‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি ঘোষণা, মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ