অভিনয় ছেড়ে ক্যাবচালকের জীবন বেছে নিতে চান ফাহাদ ফাসিল!

ভারতের দক্ষিণী সিনেমার অন্যতম অভিনেতা ফাহাদ ফাসিলের অভিনয় দক্ষতা বহুবার দর্শক ও সমালোচকদের মুগ্ধ করেছে। সেই অভিনেতাই এবার জানালেন জীবন নিয়ে এক অবাক করা সিদ্ধান্ত!
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি সাক্ষাৎকারে ফাহাদ জানান, বাকি জীবন তিনি ট্যাক্সি চালাবেন।
অভিনেতা জানান, অভিনয় ছেড়ে দেওয়ার পর দেশে থাকবেন না। বরং স্পেনের বার্সেলোনা শহরে গিয়ে ক্যাবচালক হয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবেন।
ফাহাদের কথায়,‘হ্যা, আমরা কিছুদিন আগে বার্সেলোনায় গিয়েছিলাম। তো হ্যা, ইচ্ছেটা এখনও আছে। এটা তখনই হবে যখন দর্শক আমাকে নিয়ে আর আগ্রহ দেখাবে না। রসিকতা করেই বলছি, কিন্তু কাউকে একটা জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে দেওয়ার মধ্যে এক ধরনের শান্তি আছে। অন্য কারও গন্তব্য চোখের সামনে দেখার সৌন্দর্য, সেটা আমার খুব ভাল লাগে।
আরও পড়ুনএর আগে ২০২০ সালে দেওয়া এক সাক্ষাৎকারেও ফাহাদ বলেছিলেন, ‘এ মুহূর্তে অভিনয় বাদে এমন কিছুই নেই যেটা করে আমি আনন্দ পাব। তবে যদি কিছু করতে হয়, তাহলে আমি ট্যাক্সি চালাতে চাই। আমি আমার স্ত্রী (নজরিয়া নজিম)-কে বলি, অবসরে আমি বার্সেলোনায় গিয়ে মানুষকে ঘোরাতে চাই। ও-ও খুব পছন্দ করে এই প্ল্যানটা।
অভিনেতার এই সিদ্ধান্ত অনেকটাই মিলে যায় ইরানি নির্মাতা জাফর পানাহির ‘ট্যাক্সি’ ছবির ভাবনার সঙ্গে। সেখানে বিভিন্ন মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া এবং তাদের যাপন ও কথোপকথনের চিত্র তুলে ধরা হয়। ফাহাদ তা হলে কি জীবনের অভিজ্ঞতার ঝুলি ভরতেই তেমন কিছু করার পরিকল্পনা করলেন- ভাবছেন ভক্তরা।
আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার নজরকাড়া পারফরম্যান্সের মধ্যেও ‘পুষ্পা টু’-র মতো ব্লকবাস্টার সিনেমায় চোখ টেনেছিলেন ফাহাদ। ‘পুষ্পা’র প্রথম পর্বের পরে ভঁওয়র সিংহ শেখাওয়াত চরিত্রটির প্রত্যাবর্তনের জন্য অপেক্ষা করে ছিলেন দর্শক। সেই আশা পূরণ হয়েছে অনুরাগীদের। তবে শুধু পুষ্পা নয়, ‘বরাথন’, ‘কুম্বলঙ্গি নাইট্স’, ‘সুপার ডিলাক্স’, ‘ট্রান্স’, ‘জোজি’, ‘মালিক’, ‘আবেশম’ এবং ‘বোগেনভিলিয়া’র মতো একাধিক দক্ষিণী ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।
মন্তব্য করুন