রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদসহ নজরুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে মিঠাপুকুর উপজেলার চক দূর্গাপুর এলাকার ফজল উদ্দিনের ছেলে। গতকাল শুক্রবার রাতে সেনাবাহিনীর তারাগঞ্জ ক্যাম্প সদস্যরা বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করে।
ক্যাম্প কমান্ডার আরিয বিন বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল নজরুল ইসলামকে ২৭ কেজি দেশীয় মদসহ আটক করে। পরে তার কাছ থেকে মদ বিক্রির ১ লাখ ৬৬ হাজার ৯শ’ টাকা ও ৪টি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাতেই তাকে বদরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুনবদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নজরুলের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন