ভিডিও রবিবার, ২৭ জুলাই ২০২৫

কুড়িগ্রামে চারটি ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা

কুড়িগ্রামে চারটি ইটভাটায় ১২ লাখ টাকা জরিমানা, প্রতীকী ছবি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :  কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদরে অবস্থিত ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের অপরাধে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ পরিচালনা করা হয়েছে। এসময় জেলা প্রশাসকের লাইসেন্স ব্যতিরেখে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে জরিমানা করা হয়।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, কুড়িগ্রাম সদরের নালিয়ার দোলায় অবস্থিত এসএসবি ব্রিকস নামক ইটভাটাকে পাঁচ লাখ টাকা, এমজেএইচ ব্রিকসকে তিন লাখ টাকা, জিএমবি ব্রিকস-১কে দুই লাখ টাকা এবং জিএমবি ব্রিকস-২ কে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

চারটি ইটভাটায় মোট ১২ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় ও হালনাগাদ কাগজপত্র ব্যতীত ভাটার কার্যক্রম বন্ধ রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষা ও বায়ু দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক দায়িত্ব পালন করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীন ও সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম। এসময় প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে প্রধান উপদেষ্টা

রংপুরের বদরগঞ্জে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ আটক ১

বগুড়ার দুপচাঁচিয়ায় শিশু ও নারী নির্যাতন মামলার আসামিসহ গ্রেফতার ২

মুজিববাদি সংবিধানকে গত জুলাইয়ে আমরা কবর দিয়েছি : বগুড়ায় জুলাই সমাবেশে জাহিদ আহসান

ফ্যাসিস্ট ও খুনীদের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না : গোলাম রব্বানী

বগুড়া মহিলা ডিগ্রি কলেজে পরিচিতি সভায় সাবেক এমপি লালু