পানির সংকটে পাট জাগ দিতে পারছেন না ফুলবাড়ীর চাষিরা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে পানির অভাবে পাট জাগ দিতে পারছেন না চাষিরা। ফলে পাট কাটার উপযোগী হওয়ার পরও এখনও পাট কাটেননি অনেকে। উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে দেখা যায়, পানি সংকটে পাট জাগ দিতে না পাড়ায় দুচিন্তায় পড়েছেন কৃষকরা।
তবে ধরলা, বারোমাসিয়া, নীলকমল নদী এলাকার আশেপাশে গত এক সপ্তাহ থেকে পাট জাগ দেওয়া শুরু করেছেন কিছু চাষি। আবার অনেকেই অতিরিক্ত টাকা খরচ করে তিন-চার কিলোমিটার দূরে বিভিন্ন জলাশয়ে নিয়ে পাট জাগ দিচ্ছেন।
পাট চাষে এ রকম সমস্যা বছরের পর বছর দেখা দেওয়ায় এক সময় পাট চাষে আগ্রহ হারিয়ে ফেলার আশঙ্কা করছেন কৃষকসহ অনেকেই। এছাড়া উৎপাদন খরচ বৃদ্ধি ও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ার অভিযোগও করেছেন পাট চাষিরা। কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের পাট চাষি বদিউজ্জামাল আধা বিঘা জমিতে পাট চাষ করেছেন।
তবে পর্যাপ্ত বৃষ্টি না থাকায় পাট জাগ দিতে পারছেন না তিনি। উপজেলার গজেরকুটি এলাকার পাট চাষি কিশোব চন্দ্র রায় ও ধীরেন চন্দ্র রায় জানান, দুই তিনদিন থেকে বৃষ্টি হচ্ছে ঠিকই। তবে পাট জাগ দেওয়ার মতো পানি এখনও জমেনি। তাই পাট কেটেও জাগ দিতে পারছেন না।
আরও পড়ুনউপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান, কৃষি বিভাগ থেকে সবসময় পাট চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এজন্য চাষিদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রণোদনা প্রদান করা হয়েছে। এ বছর উপজেলার ৬ ইউনিয়নে ৪৮০ হেক্টর জমিতে কৃষকরা পাট চাষ করেছেন।
ইতোমধ্যে নদী এলাকাসহ প্রায় ৭৫ হেক্টর জমির পাট কর্তন করে জাগ দেওয়া সম্পূর্ণ হয়েছে। যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে তাই আশা রাখা হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে চাষিদের পানির সমস্যা দূর হবে।
মন্তব্য করুন