বগুড়ার ধুনটে ভ্যান চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় নিজের ঘর থেকে লুৎফর রহমান (৪৭) নামে এক অটোভ্যান চালকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১টায় থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত লুৎফর রহমান উপজেলার গোপালনগর ইউনিয়নের ডিগ্রীচর গ্রামের মোজাহার আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লুৎফর রহমান ব্যাটারী চালিত অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার ছেলে জীবিকার তাগিদে ঢাকায় এবং মেয়ে স্বামীর বাড়িতে অবস্থান করে। লুৎফর তার প্রতিবন্ধী স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে বসবাস করতেন।
পারিবারিক বিরোধের জের ধরে দুই দিন আগে লুৎফরের স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেছে। এ অবস্থায় সোমবার রাতে নিজ ঘরে একা ঘুমিয়ে পড়েন লুৎফর রহমান। মঙ্গলবার সকালে প্রতিবেশীরা লুৎফরের বাড়িতে পৌছে লুৎফরের মৃতদেহ ঘরের তীরের সাথে ঝুলে থাকতে দেখে থানায় খবর দেন।
আরও পড়ুনধুনট থানার এসআই হায়দার আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লুৎফরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার পায়ে আঘাতের চিহ্ন আছে। এই মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। এ কারণে থানায় অপমৃত্যু মামলা রের্কড করে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন