দেশ যেভাবে চলছে জনগণ ক্ষুব্ধ: জামায়াত আমির
_original_1753198089.jpg)
দেশ যেভাবে চলছে তাতে জনগণ সন্তুষ্ট নয়, জনগণ ক্ষুব্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রংপুরের মমিনপুরে রাজধানী ঢাকায় জামায়াতের জাতীয় সমাবেশে মৃত্যু বরণ করা রংপুরের জামায়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত করতে এসে তিনি এসব কথা বলেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, একটি দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত দেশ গঠন করতে হবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি ও চাঁদাবাজি করবে না, করতেও দেবে না।
আরও পড়ুনজামায়াতে আমির আরও বলেন, আমাদের লড়াই শ্রমিকের জন্য, কৃষকের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য।
মন্তব্য করুন