গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জ উপজেলার পল্লী থেকে সেনাবাহিনী ও পুলিশের অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মোবাইল ফোন, সিমকার্ড ও প্রযুক্তি ডিভাইসসহ আটক করা হয় তাদের। গ্রেফতারকৃত দুই হ্যাকার এলাকার জামিল হোসেনের ছেলে আশিকুর রহমান (৩২) ও মুনসুর আলীর ছেলে আদম হোসেন (২৮)।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার গভীররাতে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুলের নেতৃত্বে সাঘাটা সেনাক্যাম্পের সদস্যদের সাথে নিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তালুকরহিমাপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সদস্যরাও যৌথভাবে অংশগ্রহণ করেন।
আরও পড়ুনআজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন