ভিডিও বুধবার, ২৩ জুলাই ২০২৫

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গুরুতর আহত হয়েছেন গোহাইল ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল। আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে কলেজের গেটের সামনে এ ঘটনা ঘটে।

অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল জানান, ৫ আগস্ট পট পরিবর্তনের পর স্থানীয় একটি মহল তার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে তাকে প্রতিষ্ঠানে যেতে বাঁধা দিয়ে আসছে। সেই সাথে বিরোধ মিমাংসার নামে মোটা অংকের টাকা দাবি করছে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি ধামকিও দিয়ে আসছে। তারপরও প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে তিনি জীবনের ঝুঁকি নিয়ে মাঝে মধ্যে কলেজে গিয়েছেন এবং এখনও যাচ্ছেন।

কিন্তু কলেজে যাওয়ার সাথে সাথে প্রতিপক্ষের লোকজন তাকে লাঞ্ছিত করাসহ তার বিরুদ্ধে মব সৃষ্টি করে আসছে। গত ২৭ মে দুপুরে অধ্যক্ষ কলেজে গেলে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ করে এবং অধ্যক্ষকে লাঞ্ছিত করাসহ তার মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। একপর্যায়ে আজ মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১১টার দিকে অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল কলেজ যান এবং হাজিরা খাতায় স্বাক্ষর করেন।

আরও পড়ুন

এসময় দু’জন এইচ.এস.সি পরীক্ষার্থী শিক্ষক কমন রুমে ঢুকে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এরপর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল কলেজ থেকে বের হলে গেটের সামনে পৌঁছা মাত্র আলিফ সানি নামের একজন বহিরাগত (ওই প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র) মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে গিয়ে গুরুতর আহত হন।

তিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, প্রতিপক্ষের মারপিটে অধ্যক্ষ মোতাহার হোসেন মুকুল আহত হওয়ার সংবাদ পেয়েছেন এবং ওই ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্যাসিবাদবিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত: আইন উপদেষ্টা

হাসপাতালে আহতদের দেখতে গেলেন বিমানবাহিনী প্রধান

বগুড়ার শাজাহানপুরে বহিরাগতদের মারপিটে গোহাইল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আহত

সিরাজগঞ্জে ৫০০ বছরের পুরানো জয়সাগর’ দিঘীটি ঐতিহ্য হারাচ্ছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে হ্যাকার চক্রের দুই সদস্য গ্রেফতার

বগুড়ায় তিন বছরে মাছের উৎপাদন বেড়েছে প্রায় ১ হাজার ২শ’ মেট্রিক টন