জুলাই পদযাত্রা: নারায়ণগঞ্জে এনসিপি নেতারা

জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
আজ শুক্রবার (১৮ জুলাই) দুপুর ৩টায় শহরের নিতাইগঞ্জ এলাকায় যান তারা।
আজ বিকেল ৪টায় নিতাইগঞ্জ থেকে ‘জুলাই পদযাত্রা’ শুরু করবে জাতীয় নাগরিক পার্টি। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে গঠিত এ রাজনৈতিক দল সারাদেশে ঘোষিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জেও এ আয়োজন করেছে।
আরও পড়ুনএ পদযাত্রায় দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটোয়ারী, তাসনিম জারা, সামান্তা শারমিন উপস্থিত হয়েছেন।
এনসিপির জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ও কেন্দ্রীয় কমিটির সদস্য আহমেদুর রহমান তনু বলেন, নিতাইগঞ্জে জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সদস্য ও স্থানীয় দলিত সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলবেন নাহিদ ইসলাম। পরে সেখান থেকে পদযাত্রা শুরু হবে। যা এসে থামবে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া চত্বরে। বিজয় স্তম্ভের সামনে বিকেলে পথসমাবেশের আয়োজন করা হয়েছে।
মন্তব্য করুন