তুচ্ছ ঘটনায় নরসিংদীতে দুই ভাইকে কুপিয়ে হত্যা

মফস্বল ডেস্ক : নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে চাচা ও চাচাতো ভাইয়েরা। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামে হত্যাকাণ্ডের শিকার হন তারা। নিহতরা হলেন-অলিউল ইসলাম সোহাগ (৪০) ও সাজ্জাদুল ইসলাম রানা (৩৫)। তারা একই গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানান, দিদার ও বিদ্যুৎতের বাড়ির টিউবওয়েলের পানি চাচাতো ভাই সোহাগদের বাড়ির ওপর দিয়ে নিষ্কাশন করাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই পরিবারের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ ছুরি, বল্লম, শাবল নিয়ে সোহাগ ও তার ছোট ভাই রানার ওপর হামলা চলায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই রানা নিহত হন। গুরুতর আহত অবস্থায় সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন।
নিহতদের মা শামীমা আক্তার বলেন, দিদারদের টিউবওয়েলের পানি আমাদের বাড়ির ওপরে আসে। এ কারণে আমাদের চলাচল করতে সমস্যা হয়। বিষয়টি আমার ছোট ছেলে রানা তার চাচা মামুনকে জানান। মামুন এবং তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ আমার ছোট ছেলে রানাকে ছুরি দিয়ে পেটে আঘাত করে। রানার চিৎকার শুনে আমার অপর ছেলে সোহাগ দৌঁড়ে ঘটনাস্থলে যায়। তিনি আরো বলেন, দিদার ও বিদ্যুৎ তখন সোহাগকে লাঠি দিয়ে পেটাতে থাকে। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
আরও পড়ুনশিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। পারিবারিক বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
মন্তব্য করুন