ভিডিও বুধবার, ১৬ জুলাই ২০২৫

গুলিবিদ্ধ অবস্থায় ফ্ল্যাট থেকে তারকা দম্পতির মরদেহ উদ্ধার

গুলিবিদ্ধ অবস্থায় ফ্ল্যাট থেকে তারকা দম্পতির মরদেহ উদ্ধার

আমেরিকার বিনোদন জগতে নেমে এসেছে শোকের ছায়া। লস অ্যাঞ্জেলেসের নিজ ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে জনপ্রিয় সংগীতশিল্পী থমাস ডেলুকা ও তার স্ত্রী আমেরিকান আইডলের পরিচালক রবিন কায়ের মরদেহ।

গত ১৪ জুলাই এই তারকা দম্পতিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট (LAPD)-এর কর্মকর্তারা জানান, রবিন ও থমাসের মরদেহ বাসার দুটি আলাদা কক্ষে পড়ে ছিল। মাথায় গুলির চিহ্ন ছিল স্পষ্ট। পুলিশ বাসার মূল দরজায় রক্ত দেখতে পেয়ে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপরই উদ্ধার করা হয় মরদেহ দুটি। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, বাসার ভেতরে কোনো লুটপাট বা চুরির আলামত পাওয়া যায়নি। ফলে এটিকে ডাকাতি নয় বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই ধারণা করা হচ্ছে। বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনো কাউকে আটক করা হয়নি।

আরও পড়ুন

জানা গেছে, ঘটনার চারদিন আগে ১০ জুলাই থমাস ও রবিনের বাসায় ডাকাতির সন্দেহে পুলিশে খবর দেওয়া হয়েছিল। তারা জানান, এলএপিডির একটি হেলিকপ্টার তাদের বাসার ওপর দিয়ে ঘোরাফেরা করছিল। যদিও সে সময় পুলিশের পক্ষ থেকে কোনো সন্দেহভাজন ধরা পড়েনি এবং ডাকাতির প্রমাণও মেলেনি। এই ঘটনার সঙ্গে ১৪ জুলাইয়ের হত্যাকাণ্ডের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিয়ে তদন্ত চলছে।

ঘটনার পর প্রতিবেশীরা জানান, গত চারদিন ধরে ওই দম্পতির কোনো খোঁজ মেলেনি। তারা ফোন ধরছিলেন না, বাসার বাইরে দেখা যাচ্ছিল না কাউকে। এরপরই সন্দেহ জন্মায় এবং পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, এখনো হত্যার পেছনে কোনো সুস্পষ্ট কারণ বা অপরাধী শনাক্ত হয়নি। তদন্ত চলছে এবং পুলিশ আশা করছে সিসিটিভি ফুটেজ ও ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে শিগগিরই হত্যার রহস্য উদ্ঘাটন করা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জ জেলায় আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

ক্ষেতলালে বজ্রপাতে যুবকের মৃত্যু 

বেলুচিস্তানে যাত্রীবাহী বাসে হামলায় হতাহত অন্তত ১০

৩ দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘণ্টার আলটিমেটাম

সর্বজনীন পেনশন প্রকল্প বাস্তবায়ন গতিশীল করতে জাতীয় পেনশন কর্তৃপক্ষের (এনপিএ) সাথে ব্যাংক এশিয়ার সমঝোতা স্মারক স্বাক্ষর

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩০৬তম সভা অনুষ্ঠিত