সিনেমা পরিচালনায় মীর সাব্বির

অভিনয় দিয়ে দর্শকের হৃদয় জয় করলেও মীর সাব্বিরের আরেক পরিচয় তিনি পরিচালক। টেলিভিশনের পর্দায় বহু জনপ্রিয় নাটক তৈরি করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন দেখছিলেন এই গুণী অভিনেতা। সেই স্বপ্ন প্রথম বাস্তবায়িত হয় ২০২১ সালের ৩১ ডিসেম্বর সরকারি অনুদানের ‘রাত জাগা ফুল’ সিনেমা মুক্তির মধ্য দিয়ে।
‘রাত জাগা ফুল’ ছিল গ্রামীণ পটভূমিতে নির্মিত এক রহস্য-ঘেরা ছবি, যার কেন্দ্রে ছিল রইস পাগলা নামের এক চরিত্র। সে জঙ্গলে থাকে এবং কথা বলে পশুপাখির সঙ্গে। গ্রামের একটি খুনের ঘটনা সে একাই বুঝে ফেলে। প্রকৃতি, পরিবেশ আর রহস্য মিলিয়ে গড়ে ওঠা এই সিনেমাটি আলোচিত হওয়ার পাশাপাশি মীর সাব্বিরকে এনে দেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি।
চার বছর পর আবারও সিনেমা নির্মাণে নামছেন মীর সাব্বির। প্রাথমিকভাবে তার দ্বিতীয় সিনেমার নাম ঠিক করা হয়েছে ‘কুটু’। এবারের সিনেমাতেও থাকবে গ্রামের সহজ-সরল মানুষের গল্প। এরই মধ্যে চিত্রনাট্য লেখা ও গান তৈরির কাজ শেষ করেছেন তিনি।
এক সাক্ষাৎকারে মীর সাব্বির বলেন, ‘‘রাত জাগা ফুল’ ছবিতে শহরের গল্প কিছুটা ছিল। কিন্তু ‘কুটু’ সম্পূর্ণ গ্রামভিত্তিক গল্প। এ সিনেমার মাধ্যমে আমি আবারও দর্শকদের কাছে মানুষের সরলতা ও মানবিক গল্প তুলে ধরতে চাই।’
মন্তব্য করুন