সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-রাজশাহী মহাসড়কে নছিমনের ধাক্কায় সিয়াম (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ রোববার (১৩ জুলাই) বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাইমুড়ি স্বপ্ন বিলাস কফি হাউজের পাশে এ দুর্ঘটনা ঘটে। সিয়াম নাইমুড়ি চশপাড়া গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সিয়াম তার দাদার সঙ্গে আম কেনার জন্য অটোভ্যানে করে সলঙ্গা বাজারের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে একটি নছিমন অটোভ্যানকে ধাক্কা দিলে সিয়াম গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে যাবার পথে সে মারা যায়। সিয়াম নাইমুড়ি কিষান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।
আরও পড়ুনহাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজন ঘাতক নছিমনটি আটক করে। এ সময় চালক পালিয়ে যায়। বর্তমানে নছিমনটি সলঙ্গা থানা হেফাজতে আছে। এ ব্যাপারে সলঙ্গা থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন