ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার। প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানায় দায়েরকৃত ধর্ষণ মামলার পলাতক আসামি জাহাঙ্গীর আলমকে (২০) রংপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩। সে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পাঁচ তেপথি এলাকার পাইকাড়পাড়ার মোজাফ্ফর হোসেনের ছেলে। গতকাল শনিবার রাতে তাকে গ্রেফতার করে বদরগঞ্জ থানায় হস্তান্তর করেন র‌্যাব সদস্যরা। আজ রোববার (১৩ জুলাই) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান।

মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালে এসএসসি পরীক্ষা চলাকালে জাহাঙ্গীরের সাথে পরিচয় হয় মধুপুর ইউনিয়নের উত্তর বাওচন্ডি এলাকার এক শিক্ষার্থীর। এরপর তার সাথে কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে জাহাঙ্গীর। শুধু তাই নয়, ওই শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে জাহাঙ্গীর তার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। এভাবেই চলছে দীর্ঘদিন ধরে।

ওই শিক্ষার্থী জাহাঙ্গীরকে বিয়ের জন্য চাপ দিলে ৪ জুলাই সকালে তাকে ফোন করে বদরগঞ্জ সরকারি কলেজের পেছনে একটি বাসায় ডেকে আনা হয়। এরপর জাহাঙ্গীর একই প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীকে আবারও ধর্ষণ করে। এসময় ওই শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ঘরের জানালা ভেঙে জাহাঙ্গীর পালিয়ে যায়।

আরও পড়ুন

এঘটনায় ওই শিক্ষার্থী বদরগঞ্জ থানায় মামলা করলে জাহাঙ্গীর আত্মগোপনে চলে যায়। অবশেষে র‌্যাব-১৩ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হন বলে নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা