ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের ঢাকদহ গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনরঞ্জন (৩২) ওই এলাকার মৃত ধীরেন রায়ের ছেলে।
তার স্বজনরা জানায়, এদিন দুপুরে গরুকে গোসল করানোর সময় বৈদ্যুতিক সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনরঞ্জন মাটিতে পড়ে যায়। এসময় বাড়ির লোকজন তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উপজেলা রাণীশংকৈল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মনরঞ্জনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনএব্যাপারে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আবু নাঈম মাহামুদ হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন