বগুড়ার সাবেক পৌর কাউন্সিলর মতিন ও আরিফ শোন এ্যারেস্ট

কোর্ট রিপোর্টার : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ছাত্র-জনতার মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ হত্যার অভিযোগ এনে দায়েরকৃত পৃথক পৃথক মামলায় বগুড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুবলীগের বহিস্কৃত নেতা কারাবন্দী আব্দুল মতিন সরকারকে তিনটি মামলায় এবং ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আরিফুর রহমান আরিফকে একটি মামলায় পুনঃগ্রেফতারের (শোন এ্যারেস্ট) আদেশ দেওয়া হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তারা ওই আসামিদেরকে পৃথক তিনটি মামলায় পুনঃগ্রেফতারের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বগুড়া সদর আমলি আদালতে আবেদন করেন। পিডাব্লিউ মূলে ওই আসামিদেরকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আজ রোববার (১৩ জুলাই) ওই আবেদন শুনানি শেষে ওই দুই আসামিকে পুনঃগ্রেফতারের আদেশ প্রদানসহ হাজতি পরোয়ানামূলে কারাগারে প্রেরণের আদেশ দেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই সকাল সাড়ে ১০টার দিকে শহরের কামারগাড়ীতে পান্না হোন্ডা সার্ভিসের সামনে দেশব্যাপী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মিছিলে ককটেল বিস্ফোরণ ও পেট্রোল বোমা নিক্ষেপসহ হত্যার অভিযোগ এনে দায়েরকৃত মামলায় আসামি আব্দুল মতিন সরকার এবং আসামি আরিফুর রহমান আরিফকে পুনঃগ্রেফতার দেখানো হয়।
আরও পড়ুনঅপরদিকে, শহরের নবাববাড়ী সড়কে বিএনপি, ছাত্রদল ও কৃষক দলের অফিসে গত বছরের ১৬ জুলাই সন্ধ্যায় আসামির হামলা চালিয়ে মারপিটসহ ককটেল বিস্ফেরণের অভিযোগ দায়েরকৃত মামলায় আসামি আব্দুল মতিন সরকারকে পুনঃগ্রেফতার দেখানো হয়।
এছাড়াও গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝাউতলা বড়গোলা সড়কের ওপর আন্দোলনরত ছাত্র-জনতার মিছিলে আসামিরা হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, মারপিট ও গুলি ছুঁড়ে বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার শিমুল হত্যা মামলায় আসামি আব্দুল মতিন সরকারকে পুনঃগ্রেফতার দেখানো হয়।
মন্তব্য করুন