নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় শাওন উদ্দিন প্রামাণিক (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার যশোপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে। জানা যায়, আজ বুধবার (৩ সেপ্টেম্বর) বেলা ১০ টায় শাওন মোটরসাইকেল নিয়ে আত্রাই আসছিলেন।
আত্রাই উপজেলার কুশাতলা বাজারে একটি ভটভটিকে অভারটেক করার সময় তিন ভটভটির চাপায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনআত্রাই থানার এসআই রজব আলী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ভটভটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন