নওগাঁর আত্রাইয়ে শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মূল্যায়ন পরীক্ষায় নম্বর কম পাওয়ার অজুহাতে শিক্ষক কর্তৃক ৫ম শ্রেণির এক শিক্ষার্থীকে বেদম বেত্রাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা উপজেলা শিক্ষা অফিসার বরাবর একটি অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র এইচ.এম জিম গত মঙ্গলবার বিদ্যালয়ে গেলে মূল্যায়ন পরীক্ষায় নম্বর কম পাওয়ার অজুহাতে ওই বিদ্যালয়ের শিক্ষক তুহিন রহমান তাকে বেদম বেত্রাঘাত করেন।
এতে ওই শিক্ষার্থী গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। জিমের পিতা শহিদুল ইসলামের অভিযোগ, শিক্ষক তুহিন রহমান তার ছেলেকে প্রাইভেট পড়াতে চেয়েছিলেন। তাকে প্রাইভেট পড়াতে না দেওয়ায় তার ছেলেকে বেত্রাঘাত করা হয়েছে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক তুহিন রহমান বলেন, অভিযোগটি সত্য নয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফিরোজা খানম বলেন, ঘটনাটি সত্য, তিনি ওই শিক্ষার্থীকে মারপিট করেছেন। এই শিক্ষক খুব বদমেজাজি।
আরও পড়ুনউপজেলা শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি। তদন্তের জন্য সেখানে লোক পাঠিয়েছি। অভিযোগটি তদন্তে সঠিক প্রমাণিত হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন