বগুড়ার শাজাহানপুরে ফোরকান হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত) যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম ইজহারুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত ইজহারুল ইসলাম উপজেলার গন্ডগ্রাম ফকিরপাড়ার জিল্লুর রহমানের ছেলে।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, যুবদল নেতা ফোরকান হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি একেএম ইজহারুল ইসলাম। আজ রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে শাজাহানপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন