ভিডিও রবিবার, ১৩ জুলাই ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই, ২০২৫, ০৬:২০ বিকাল

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মানিলন্ডারিং ও  সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

“মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে" সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর উদ্যোগে ও লিড ব্যাংক হিসেবে গাজীপুর ব্রাক সিডিএম-এ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মোঃ মফিজুর রহমান খান চৌধুরী প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লা খান। 
প্রধান অতিথি মোঃ মফিজুর রহমান খান চৌধুরী বক্তব্যে বলেন, “মানি লন্ডারিং প্রতিরোধে শুধু নীতিমালার প্রণয়ন যথেষ্ট নয়, এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন। ব্যাংকারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিতে এই ধরণের প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী।”
সভাপতির বক্তব্যে মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ব্যাংকিং পরিচালনার জন্য এএমএল ও সিএফটি বিষয়ে দক্ষতা অর্জন অত্যাবশ্যক। ব্যাংকের কর্মকর্তারা যেন নিজ নিজ কর্মস্থলে এ বিষয়ে নেতৃত্ব দিতে পারেন, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণের আয়োজন।” 
উক্ত আায়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন, মোঃ আবদুল আউয়াল চৌধুরী এবং উপ-পরিচালক মেহেদী হাসান। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (এআইবিটিআই) এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী, ব্যাংকের ইভিপি ও ক্যামেলকো মোঃ ইয়াহিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। গাজীপুর জেলার ৪৭টি তপসিলি ব্যাংকের ১২৮ জন শাখা ব্যবস্থাপক ও ব্যামেলকো প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা

রংপুরের বদরগঞ্জ থানার ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

সিরাজগঞ্জের চৌহালীর চরাঞ্চলের মানুষের জীবন বাজি রেখে প্রতিদিন নৌ-পথে যাতায়াত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রলীগ নেতা হৃদয় গ্রেফতার

বেরোবি ক্যাম্পাসে ৬২ ঘণ্টা বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নছিমনের ধাক্কায় স্কুলছাত্র নিহত