ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

বাংলাদেশকে ২৮৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা

বাংলাদেশকে ২৮৬ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ  শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে দুই দলই একটি করে জয় পেয়েছে। ফলে আজকের ম্যাচটিই সিরিজ নির্ধারণী। এমন ম্যাচে আগে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা। আগে ব্যাট করতে নেমে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০০ রান তুলতে ৩ উইকেট হারায় লঙ্কানরা। এরপর কুশল মেন্ডিসের শতরানে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। 

পাল্লেকেলেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুতেই লঙ্কান শিবিরে আঘাত হানেন পেসার তানজিম হাসান সাকিব। দলীয় ১৩ রানে ৬ বলে ১ রান করা নিশান মাদুশকাকে সাজঘরে ফেরান তিনি।

 

এরপর ক্রিজে আসা কুশল মেন্ডিসকে সঙ্গে শুরুর ধাক্কা সামাল দেন পাথুম নিশাঙ্কা। ৫৬ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ৪৭ বলে ৩৫ রান করা নিশাঙ্কাকে আউট করে বাংলাদশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তানভীর ইসলাম।

এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি কামিন্দু মেন্ডিস। ২০ বলে ১৬ রান করে মেহেদী হাসান মিরাজের বলে আউট হন তিনি। তবে একপ্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন কুশল। তাকে ভালো সঙ্গ দেন অধিনায়ক আসালাঙ্কা। দেখেশুনে খেলে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার। ৬০ বলে ফিফটি পূরণ করেন আসালাঙ্কা।

আরও পড়ুন

অন্যদিকে দুর্দান্ত ব্যাটিংয়ে ৯৫ বলে সেঞ্চুরিতে তুলে নেন কুশল মেন্ডিস। ওয়ানডেতে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়। আসালাঙ্কা ও কুশল মিলে ১২৪ রানের জুটি গড়েন। 

দলীয় ২২৪ রানে ৬৮ বলে ৫৮ রান করে আউট হন আসালাঙ্কা। এরপর দ্রুতই তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। জেনিথ লিয়ানাগে ১২, দুনিথ ওয়াল্লেগে ৬ রান করে সাজঘরে ফিরে যান। আর ১১৪ বলে ১২৪ রান করে আউট হন কুশল।

শেষ দিকে ওয়ানিন্দু হাসারাঙ্গা ও দুষ্মন্থ চামিরার ব্যাটে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। হাসারাঙ্গা ১৪ বলে ১৮ ও চামিরা ৮ বলে ১০ রানে অপরাজিত থাকেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি আলকারাজ-সিনার

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দিল্লিতে আবাসিক ভবন ধস

মিডফোর্ডের হত্যাকাণ্ডের বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

ছাত্ররা ঘরে ফিরে যায়নি, জুলাই শেষ হয়নি: হাসনাত আব্দুল্লাহ