ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

ফরিদপুরের সাবেক এমপি এ কে আজাদের বাড়িতে গিয়ে হুমকি: বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে মামলা

ফরিদপুরের সাবেক এমপি এ কে আজাদের বাড়িতে গিয়ে হুমকি: বিএনপির ১৬ নেতার বিরুদ্ধে মামলা

ফরিদপুর সদর আসনের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) শিল্পপতি এ কে আজাদের ফরিদপুর শহরের বাড়িতে হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলায় ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ ১৬ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় হামীম গ্রুপের ল্যান্ড কর্মকর্তা মোহাম্মদ রাফিজুল খান বাদী হয়ে ফরিদপুর কোতয়ালি থানায় এ এজাহারটি জমা দেন। আজ  শনিবার সকালে মামলাটি রুজু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, আসামিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

এজাহারে বলা হয়, ঘটনার সময়ে একদল উগ্র সন্ত্রাসী হঠাৎ বাড়ির সিকিউরিটি গার্ড মেহেদী হাসানকে  হুমকি দিয়ে এ কে আজাদের বাসায় প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। তারা বাড়ির ভেতর ঢুকে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে এবং অশ্রাব্য ভাষায় গালাগালি করে।

এজাহারে ফরিদপুর মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজকে এক নম্বর আসামি করা হয়েছে। অন্য আসামিদের মধ্যে রয়েছেন– জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শাহরিয়ার হোসেন শিথিল  (৩৮), কোতয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী মিনান (৫৬), মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান (৫৫), মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাহিদুল ইসলাম (৪৪), মহানগর ছাত্রদল  সহ-সভাপতি ক্যাপ্টেন সোহাগ (৪০)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার