ভিডিও সোমবার, ১১ আগস্ট ২০২৫

দিল্লি থেকে হাজারো বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

ছবি : সংগৃহীত,দিল্লি থেকে হাজারো বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সুপ্রিম কোর্ট জননিরাপত্তার কথা উল্লেখ করে সোমবার রাজধানী দিল্লি থেকে হাজার হাজার বেওয়ারিশ কুকুর সরানোর নির্দেশ দিয়েছেন। সম্প্রতি সেখানে কুকুরের কামড়ের ঘটনা হঠাৎ বৃদ্ধির পর এ আদেশ আসে।

ভারতে লাখ লাখ বেওয়ারিশ কুকুর রয়েছে। সেগুলোর প্রাণঘাতী আক্রমণ—বিশেষত শিশু ও প্রবীণদের ওপর—নিয়মিতই শহরের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়।


ভারতের লাইভস্টক সেনসাসের ২০১২ সালের তথ্য অনুযায়ী, দিল্লির রাস্তায় অন্তত ৬০ হাজার বেওয়ারিশ কুকুর রয়েছে। তবে এখন সংখ্যাটি অনেক বেশি বলে ধারণা করা হয়, যেখানে বড় বড় কুকুরের দল শহরের পার্ক ও আবাসিক এলাকায় ঘুরে বেড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী জলাতঙ্কে মৃত্যুর ঘটনার এক-তৃতীয়াংশের বেশি ভারতে ঘটে। জীবাণুমুক্তকরণ কর্মসূচির অভাব ও কুকুর নিধনে আইনগত বাধার কারণে এ সমস্যা আরো তীব্র হয়েছে।


আদালত নগর কর্তৃপক্ষকে আট সপ্তাহের মধ্যে কুকুরের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপন ও প্রতিদিন আটক কুকুরের হিসাব রাখার নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন

আদেশে বলা হয়েছে, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটিও বেওয়ারিশ কুকুর যেন ছেড়ে দেওয়া না হয়। এটি করা না হলে পুরো উদ্যোগটিই ব্যর্থ হবে।’ এ নির্দেশ প্রায় তিন কোটি মানুষের বসবাস করা দিল্লি ও এর উপশহরগুলোর জন্য প্রযোজ্য।


এ ছাড়া আদালত কুকুর অপসারণে বাধা দিলে প্রাণী অধিকারকর্মীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। কুকুরের কামড়ের অভিযোগ জানানোর জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু ও কোথায় জলাতঙ্ক প্রতিরোধক টিকা পাওয়া যাবে, তার তথ্য প্রকাশেরও নির্দেশ দিয়েছেন।

ভারতের সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে কুকুরের কামড়ে ৩৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে ও জলাতঙ্কে সন্দেহজনক ৫৪ জনের মৃত্যু ঘটেছে।

সূত্র : এএফপি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বার্মিজ চাকুসহা কলেজ শিক্ষক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় বিশেষ ক্ষমতা আইনে ইউপি চেয়ারম্যান রাজু গ্রেফতার

দিনাজপুরের নবাবগঞ্জে আদিবাসী শিশুর লাশ উদ্ধার

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

ঝুট কাপড়েই বগুড়া আদমদীঘির লাখো মানুষের ভাগ্য বদল

গণভোটের মাধ্যমে আইনি রূপ দিতে হবেঃ ড. হেলাল