ভিডিও মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

বগুড়ার সারিয়াকান্দিতে গরুকে পিটিয়ে মেরে ফেললো একদল লোক রাখালকেও মারপিট

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : সারিয়াকান্দিতে একটি গরুকে পিটিয়ে মেরে ফেলেছে একদল লোক। এছাড়া ৪ টি গরু লুট এবং একজন রাখালকে মারপিট করার অভিযোগ উঠেছে। বাথানের গরু পাট খাওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার বিকেলে উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের শিমুলবাড়ী চরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে একই ইউনিয়নের বিরামের পাঁচগাছি গ্রামের মৃত আব্দুল খালেক সরকারের ছেলে রিপন মিয়া বাদি হয়ে  সারিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে রিপনের গরুসহ আরও কয়েকজনের মোট ৬৯ টি গরুর বাথান নিয়ে একই গ্রামের শামসুল সরকারের ছেলে ইব্রাহিম হোসেন (২৩) নামে রাখাল শিমুলবাড়ী চরে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়।

সেখানে সোনাতলা উপজেলার সুজায়েতপুর গ্রামের হযরত বানিয়ার ছেলে রুবেল মিয়া (৩৫), একই গ্রামের আফিজ বেপারির ছেলে তোজাম মিয়া (২৮) এবং হাটশেরপুর ইউনিয়নের মৃত আফতাবের ছেলে মোত্তালেব মিয়া (৩০) সহ আরও কয়েকজন রাখাল ইব্রাহিম হোসেনকে মারপিট করে তাকে আহত করে। গরু তাদের পাট খেয়েছে মর্মে তারা একটি গরুকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলে।

পরে তারা বাথানের আরও ৪ টি গরু নিয়ে বীরদর্পে চলে যায়। এতে রিপনের মারা যাওয়া একটি এবং লুট হয়ে যাওয়া ৪ টি গরুসহ এতে বাথানের মোট ৩ লাখ ৬০ হাজার টাকা ক্ষতি হয়েছে। অভিযোগের বাদি রিপন মিয়া বলেন, আমরা চরের গরীব মানুষ।

আরও পড়ুন

গরু পালন করেই আমাদের সংসার কোনও মতে চলে। এতগুলো গরু আমার একসাথে লুট করা হলো, একটি গরু মেরেও ফেলা হয়েছে, আমি এর উপযুক্ত বিচার চাই। আসামিরা উল্টো আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে।

এ বিষয়ে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিরুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমাদের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোজ্য তেলের মাধ্যমে ভিটামিন এ নিশ্চিত করতে সরকার কাজ করছে : যুগ্ম সচিব শ্রাবস্তি রায়

রংপুর সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত হবে আধুনিক শিশু পার্ক

বগুড়ার কাহালুতে ছাত্র শিবিরের উদ্যোগে ৪শ’ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বগুড়ায় অসুস্থ রোগীদের দেখতে হাসপাতালে সাবেক এমপি লালু

বগুড়ার কাহালু বাজারে কীট নাশক ওষুধের দোকানে চুরির মামলায় একজন গ্রেফতার

চার দফা দাবিতে রংপুর চেম্বারসহ ব্যবসায়ীদের স্মারকলিপি প্রদান