ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা, বালিয়াডাঙ্গী ও হরিপুর প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মুত্যু হয়েছে। এরা হলো সিয়াম হোসেন (৬), সোহান আলী (৭), আহাদ (৪) ও আনাজ (৩)। আজ শুক্রবার (৪ জুলাই) সকালে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োল ইউনিয়নের ছোট লাহিড়ী গ্রামে ও হরিপুর উপজেলার সদর ইউনিয়নের দেহট্ট গ্রামে এদুটি ঘটনা ঘটে।

সোহান আলী বালিয়াডাঙ্গীর লাহিড়ী গ্রামের সফিউল ইসলামের ছেলে এবং সিয়াম হোসেন একই গ্রামের দবিরুল ইসলামের ছেলে। এরা দু’জন চাচাতো ভাই। লোকজন জানান, স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় এক সাথে পড়াশোনা করতো সিয়াম ও সোহান। দু’জনের বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। আজ শুক্রবার (৪ জুলাই) মাদ্রাসা ছুটি।

তাই বাড়িতে এসেছিল দুই ভাই। সকালে ঘুম থেকে উঠে খেলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুজনেরই মৃত্যু হয়। পরিবারের স্বজনরা টের পেয়ে মরদেহ পুকুর থেকে উদ্ধার করে। বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি দুঃখজনক। ইউডি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন

এদিকে হরিপুর উপজেলায় পুকুরপাড়ে খেলা করতে গিয়ে পুকুরে পানিতে পড়ে আহাদ (৪) ও আনাজ (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৪ জুলাই) হরিপুর সদর ইউনিয়নের দেহট্ট গ্রামে এঘটনা ঘটে। মৃত দুই শিশু আপন চাচাতো ভাই। এরা একই গ্রামের মিঠুন আলী ও আকমল হোসেনের ছেলে।

অন্যান্য শিশুদের সাথে সকালে পুকুরপাড়ে খেলা করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আশপাশের বাড়িতেও খোঁজ খবর নিয়ে তাদের না পেয়ে দুপুরে বাড়ির পাশে পুকুরে খোঁজ করতে গিয়ে দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। হরিপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকারিয়া মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশের বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির প্যানেলের বিরুদ্ধে উপঢৌকনে ভোট চাওয়ার অভিযোগ আবিদের

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চলনবিলে বাইচের নৌকা ও বরযাত্রীবাহী নৌকার সংঘর্ঘে নিহত ২

‘নীল চক্র’র জন্য সম্মাননায় হ্যাটট্রিক করলেন মন্দিরা

পাবনার সাঁথিয়ায় মাকে মারপিটের ঘটনা ফেসবুকে ভাইরাল ছেলে পুত্রবধূ আটক

‘অনেক স্বার্থপর বাবা দেখেছি

ক্রেডিট কার্ডহোল্ডারদের এক্সক্লুসিভ সুবিধা প্রদানে সায়মন বিচ রিসোর্ট-এর সাথে ব্যাংক এশিয়ার পার্টনারশীপ