কালীগঞ্জে রেলক্রসিংয়ে অটোরিকশাকে আধা কিলোমিটার টেনে নিয়ে গেলো ট্রেন
_original_1756635552.jpg)
গাজীপুরের কালীগঞ্জের চুয়ারিয়াখোলা রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। পরে সেটি প্রায় আধা কিলোমিটার ট্রেনে নিয়ে যায় ট্রেনটি।
আজ রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় কোনো হতাহত হয়নি।
আড়িখোলা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আরমান হোসেন জানান, টঙ্গী-কালীগঞ্জ সড়ক থেকে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি অটোরিকশা চুয়ারিয়াখোলা রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটি প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়।
আরও পড়ুনতিনি আরও জানান, অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলেও আশ্চর্যজনকভাবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
মন্তব্য করুন