ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনার বিচারের নামে ‘চিরকুট'

পাগলা মসজিদের দানবাক্সে মিলল হাসিনার বিচারের নামে ‘চিরকুট, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে রেকর্ড পরিমাণ টাকা, স্বর্ণালঙ্কার এবং বিদেশি মুদ্রা। শনিবার (৩০ আগস্ট) সকাল ৭টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে প্রায় ১১ ঘণ্টা ধরে গণনার পর দানবাক্সে পাওয়া গেছে ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

গণনার সময় পাওয়া গেছে ৩২ বস্তা ভর্তি টাকা এবং বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। তবে এবার দানবাক্স থেকে উঠে এসেছে মানুষের হৃদয়ের কথা লেখা কিছু আবেগঘন চিরকুট, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে।

দানবাক্সে ফেলা চিরকুটগুলোতে রয়েছে ব্যক্তিগত দুঃখ, আশা, ভালোবাসা ও রাজনৈতিক আকাঙ্ক্ষার নানা বহিঃপ্রকাশ। একটি চিরকুটে নামপরিচয়হীন এক ব্যক্তি লিখেছেন,“ডাইনি হাসিনাকে তার কর্মের শাস্তি না দেখা পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখ আল্লাহ। আমার প্রিয় সাঈদীকে অনেক অত্যাচার করছে। হে আল্লাহ, আমার প্রিয় বাংলাদেশে একজন ওমর (রা.)-এর মতো শাসক পাঠাও।”

আরেক চিরকুটে এক নারী লিখেছেন,“হে আল্লাহ, আপনি আমার স্বামী মো. জসিমকে একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন। পাগলা বাবার ওসিলায় আমাদের রিজিক বাড়িয়ে দিন।”

এক শিক্ষার্থীর আকুতি করে লিখেছেন“আল্লাহ, আমি যেন ভালো নম্বর পাই, রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি। আমার খারাপ চিন্তা দূর করে দিন, মা-বাবাকে ভালো রাখুন।” আরেক তরুণী লিখেছেন,“আল্লাহ, নাজমুলকে আমার জামাই হিসেবে দিন। আমি শুধু তাকেই চাই। আমার আশা পূর্ণ করুন।”

আরও পড়ুন

টাকা গণনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার, সদর উপজেলার ইউএনও কামরুল হাসান মারুফ, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ আলী হারেছী প্রমুখ।

দেশের অন্যতম আস্থার স্থল হিসেবে বিবেচিত পাগলা মসজিদে বছরের নির্দিষ্ট সময় অন্তর দানবাক্স খোলা হয়। প্রতিবারই কোটি কোটি টাকা জমা পড়ে মসজিদটির ৮টি দানবাক্সে। ধর্মপ্রাণ মানুষ বিশ্বাস করেন, এখানে দান করলে মনোবাসনা পূরণ হয়।

এবারের দান আগের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। এর আগে সর্বোচ্চ দান উঠেছিল ১১ কোটি ৭৮ লাখ টাকা, যা এবার ছাড়িয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের বিরলে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

অশুভ অদৃশ্য শক্তির তৎপরতা দৃশ্যমান হচ্ছে: তারেক রহমান

উন্নত প্রযুক্তির স্যাটেলাইট উন্মোচন করল ইরান

পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নাশকতা ও হত্যাচেষ্টার মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুল

পাবনার ঈশ্বরদীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু স্বামী আটক