ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ

বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত দু’টি বগি রেখে তিন ঘণ্টা পর ঢাকায় গেল রংপুর এক্সপ্রেস

বগুড়ার আদমদীঘিতে লাইনচ্যুত দু’টি বগি রেখে তিন ঘণ্টা পর ঢাকায় গেল রংপুর এক্সপ্রেস

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন বগুড়ার আদমদীঘি রেল স্টেশনে পৌঁছনোর পর দু’টি বগি লাইনচ্যুত হয়। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে আদমদীঘি স্টেশনের এক নম্বর রেললাইনের ৯ নম্বর পয়েন্টের কাছে দুর্ঘটনাটি ঘটে। আজ রোববার (২৯ জুন) ভোর ৫টা ৪০ মিনিটে লাইচ্যুত হওয়া দু’টি বগি রেখেই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ফলে তিন ঘণ্টা ভোগান্তি পোহাতে হয়েছে ট্রেন যাত্রীদের।

রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত আড়াইটার দিকে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি আদমদীঘি রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ৯ নম্বর পয়েন্ট পার হওয়ার পর দু’টি বগির বেলিপ্লেট ভেঙে যায়। এতে লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটে।

এরপর রোববার ভোর ৫টা ৪০ মিনিটে সেখানে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন এনে লাইচ্যুত হওয়া ট্রেন থেকে দুটি বগি সরিয়ে রেখে বিকল্প রেললাইন ব্যবহার করে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এসময় ওই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এদিকে বেলা ১১টা পর্যন্ত সরিয়ে রাখা দুটি বগি উদ্ধার কাজ চলমান ছিল। ওই ট্রেনের যাত্রী রুহুল আমীন বলেন, তিনি রংপুর থেকে সান্তাহার জংশন স্টেশনে আসছিলেন। পথে ট্রেন বিকল হওয়ায় বেকায়দায় পড়েন। মধ্যরাতে কয়েক ঘণ্টা ট্রেনের মধ্যে অপেক্ষা করার পর ট্রেনটি না ছাড়ার কারণে ঝুঁকি নিয়েই তিনি পায়ে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুন

আব্দুর রশিদ নামের আরেক যাত্রী বলেন, ঢাকায় তিনি গার্মেন্টেসে চাকরি করেন। ওই ট্রেনে রংপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। সকালে পৌঁছে তিনি কাজে যোগ দিবেন। কিন্তু পথে ট্রেনের দু’টি বগি লাইনচ্যুত হয়ে ৩-৪ ঘণ্টা লেট হওয়ায় তিনি সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না।

আদমদীঘি রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জাহাঙ্গীর আলম জানান, ট্রেনটি আড়াইটার দিকে আদমদীঘি স্টেশন অতিক্রম করার সময় দু’টি বগি (কোচের) বেলিপ্লেট ভেঙে যাওয়ায় লাইনচ্যুত হওয়ার ঘটনাটি ঘটে।

বগুড়ার উর্ধ্বতন সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেন, আজ রোববার (২৯ জুন) সকাল ৯টা থেকে ওই স্টেশনে বিকল্প রেললাইন ব্যবহার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে কী কারণে বগির বেলিপ্লেট ভেঙে গেছে সে বিষয়ে তদন্ত টিম কাজ করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন