ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

শুরু হলো ডাকসুর প্রথম সভা, সভাপতিত্বে উপাচার্য

শুরু হলো ডাকসুর প্রথম সভা, সভাপতিত্বে উপাচার্য, ছবি: সংগৃহীত।

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয় সংলগ্ন লাউঞ্জে এই সভা শুরু হয়। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করলো ২০২৫ সালের ডাকসু কমিটি।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে শীর্ষ তিনটি পদসহ ২৮টির মধ্যে ২৩টি পদে বিজয়ী হন ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। বাকি পাঁচটি পদের মধ্যে চারটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে জয় পান বামপন্থী প্যানেল প্রতিরোধ পর্ষদের প্রার্থী।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খানসহ নবনির্বাচিত অন্যান্য প্রতিনিধিরা। সভায় অংশ নিয়ে তারা আগামী দিনের কর্মপরিকল্পনা ও অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর সভার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, নির্বাচিতদের দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় চিঠি প্রেরণ করা হয়েছে। পরদিন রোববারই সেই প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

আরও পড়ুন

উপাচার্যের কার্যালয় সূত্রে জানা গেছে, প্রকাশিত ফলাফলের পরপরই নির্বাচিতদের পরিচিতি সভার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এ সভার মধ্য দিয়েই কার্যত শুরু হলো ডাকসুর ২০২৫ সালের কার্যক্রম।

উল্লেখ্য, সবশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৯ সালের ১১ মার্চ এবং নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব নিয়েছিলেন ওই বছরের ২৩ মার্চ। দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত এবারের নির্বাচনের পর ডাকসুর কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ রাজনীতির নতুন অধ্যায় হিসেবে ডাকসুর এই সভাকে অনেকেই গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। নির্বাচিত প্রতিনিধিদের অংশগ্রহণে গঠিত নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কতটা সফল হয়, তা এখন ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রবিন্দু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের ওপর দিয়ে মিসাইল পাঠিয়ে কাতারে হামলা চালায় ইসরায়েল

মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা

ফরিদপুরে সড়ক অবরোধকারীরা বিকেলের মধ্যে না সরলে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা

পিকেএসএফ ভবন-২ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

কাতারে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে মুসলিম দেশগুলো

শহীদ মিনারে নেয়া হয়েছে ফরিদা পারভীনের মরদেহ, দাফন কুষ্টিয়ায়