ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে : মির্জা আব্বাস

একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে : মির্জা আব্বাস, ছবি: সংগৃহীত।

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু কালপ্রিটের কারণে দলের বদনাম হতে পারে, খারাপ লোককে দলে নেয়া যাবে না। প্রয়োজনে কেউ সদস্য হবে না।

আজ রোববার (২৯ জুন) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপি’র সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে এবং দলের অভ্যন্তরে কিছু কালপ্রিটের কারণে বিএনপি’র বদনাম হবে। কিন্তু তা হতে দেওয়া হবে না।

বিএনপিকে মিথ্যা অপবাদ দেয়া হচ্ছে দাবি করে মির্জা আব্বাস বলেন, চাঁদাবাজি করে বিএনপি’র নাম দেয়া হচ্ছে। এদের প্রতিহত করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হচ্ছে। মির্জা আব্বাসের নাম নিয়ে কেউ চাঁদাবাজি করলে ধরে পুলিশে দেন। প্রয়োজনে কেউ সদস্য হবে না, কিন্তু খারাপ লোককে দলে নেয়া যাবে না। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।

আরও পড়ুন

মির্জা আব্বাস বলেন, একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে মাঠে নেমেছে। বিএনপির এ নেতা আরও বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। কোনো রকম সংঘর্ষে বিএনপি যেতে চায় না। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার