গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিক্ষকের মোটরসাইকেল চুরি
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে থেকে শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়েছে। আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে রেখে দাপ্তরিক কাজে ওপর তলায় অফিসে গেলে এই চুরির ঘটনা ঘটে।
পৌর এলাকার পান্থাপাড়া গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম জানান, তিনি তালুকসোনাই ডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। বিদ্যালয়ের দাপ্তরিক কাজে আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের নিচে তার ১২৫ সিসির ডিসকাভার মোটরসাইকেল রেখে ওপর তালায় যান।
আরও পড়ুনএই সুযোগে চোরেরা তার মোটরসাইকেলের তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। কাজ শেষে নিচতলায় নেমে দেখতে পান তার মোটরসাইকেলটি চুরি হয়ে গেছে। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1765210270.jpg)
_medium_1765208275.jpg)
_medium_1765207820.jpg)
_medium_1765207838.jpg)
_medium_1765207107.jpg)
_medium_1765207031.jpg)

