ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

নিউইয়র্কে ‘গাধূলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

নিউইয়র্কে ‘গাধূলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন

 নারীজীবনের নিঃশব্দ যন্ত্রণার গল্পে ‘শূন্যন’ রেপার্টরি থিয়েটারের নতুন নাটক ‘গোধূলিবেলায়’।

এর উদ্বোধনী মঞ্চায়ন হবে আজ সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের জ্যামাইকা আর্টস সেন্টারে।

নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এতে একক অভিনয় করবেন মোমেনা চৌধুরী। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও প্রযোজক হিসেবেও রয়েছেন তিনি।

আগামী ৬ জুলাই নিউ জার্সিতে ও ১২ জুলাই লং আইল্যান্ডে নাটকের আরও দুটি শো অনুষ্ঠিত হবে।

নিউইয়র্কে ‘গাধূলিবেলায়’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ননাটক শুধু বিনোদনের নয়, বরং সমাজ পরিবর্তনের একটি হাতিয়ার– এই স্লোগান নিয়ে কাজ করে যাচ্ছে শূন্যন রেপার্টরি থিয়েটার। সেই ধারাবাহিকতায় তাদের এ নতুন নাটক।

আরও পড়ুন

নাটকে দেখা যাবে, পঞ্চাশতম বিয়েবার্ষিকীর দিন এক মা স্মৃতির জগতে ফিরে যান; যেখানে ধরা পড়ে জীবনের চাপা কান্না, লাঞ্ছনা ও বঞ্চনার বেদনা। প্রেম, সংসার ও মাতৃত্বের আড়ালে থাকা এক নারীর নিঃশব্দ প্রতিবাদ ফুটে ওঠে পুরো নাটকে।

২০১১ সালে মোমেনা চৌধুরীর নেতৃত্বে গঠিত শূন্যন শুরু থেকেই নারী অধিকার, সামাজিক ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধকে কেন্দ্র করে নাট্যচর্চা করে আসছে।

মোমেনা চৌধুরী বলেন, ‘নারীকে ঘিরে থাকা শরীর, সম্মান, স্বপ্ন এবং অপমান– এগুলোকে এ নাটক সামনে এনে আমাদের অন্তরে ছুড়ে দেয় প্রশ্ন। যদি এটি কাউকে তার নীরব প্রতিবাদের ভাষা দিতে পারে, সেটিই আমার সবচেয়ে বড় সাফল্য।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস