ভিডিও শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের আত্মহত্যা

ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের আত্মহত্যা, ছবি: দৈনিক করতোয়া।

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল রেলগেটে ঋণের চাপে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে ফারুক হোসেন (৪৯) নামে এক শিক্ষক। বুধবার(০৩রা সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে পুরানাপৈল রেলগেটে এ ঘটনা ঘটে।  

খবর পেয়ে জয়পুরহাট সদর থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। নিহত শিক্ষক ফারুক হোসেন জেলার কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের হারুঞ্জা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে। তিনি হারুঞ্জা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক পদে চাকরি করতেন। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইস্ট রোগে আক্রান্ত হয়ে একহাত অবস অবস্থায় চলাফেরা করতেন। 

প্রতিবেশী ও পরিবারের লোকজনদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষক ফারুক হোসেন দীর্ঘদিন ধরে প্যারালাইস্ট রোগে আক্রান্ত। এক হাত অবস হওয়ার কারনে তিনি ঠিকমত চলাফেরাও করতে পারেন না। অসুস্থ্যার কারনে তিনি বিভিন্ন এনজিও, সমবায় সমিতি ও দাদন ব্যবসায়ীদের (হফকা) নিকট থেকে নেওয়া ঋণের চাপে মানষিক চাপে ভেঙ্গে পড়েন। মাসিক বেতনের টাকার বেশীভাগ অংশই ঋণের কিস্তি ও হফকা ঋণের সুদ পরিশোধে ব্যয় হত। ফলে সাংসারিক ব্যয় চালাতে হিমশিম খেতে হত। বেশ কয়েকদিন ধরে পরিবারের লোকজনদের সাথেও তিনি তেমন একটা কথাবার্তাও বলতেন না। আজ বুধবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়িতে গিয়ে বাহিরে যাওয়ার জন্য বের হন। এরপর তিনি জয়পুরহাট হয়ে পাঁচবিবিতে যাওয়ার পথে পুরানাপৈল রেলগেটে গিয়ে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন। 

নিহতের স্ত্রী শারমিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন,‘আমার স্বামী আজ ঋণের চাপেই সবার অযান্তে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। এখন আমি কাকে সম্বল করে চলবো। আজ থেকে আমি হারালাম স্বামী আর আমার সন্তান হারাল বাবা।’    

সহকর্মী ও হারুঞ্জা গ্রামের বাসিন্দা সাহাবুল হক সুফল বলেন,‘ফারুক যে ঋণগ্রস্ত ছিল তা কম-বেশী সবাই জানেন। এর জন্য যে তাকে ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করতে হবে তা মেনে নিতে পারছিনা। এটা বড় কষ্টদায়ক একটা ঘটনা।’

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন,‘রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাপ দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’

সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন,‘ঘটনাস্থলে গিয়ে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।’

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির সমাবেশে বক্তব্য দিলেন অভিনেত্রী অপু বিশ্বাস

ফের দুই মহাসড়ক অবরোধ, ঢাকা-বরিশাল ও খুলনা রুটে যান চলাচল বন্ধ

মিডলাইফ গ্লো আপ নারীদের জেগে ওঠার সময়

১০ হাজার টাকায় শুরু করে এখন অনুপ্রেরণার গল্প হয়েছেন সাবিনা

মোমবাটিকে স্বপ্নবান ইয়াসমিন

স্বামীর মরদেহ নিয়ে ফেরার পথে স্ত্রীর মৃত্যু, পাশাপাশি দাফন