বগুড়ায় ৭টি ধারালো অস্ত্রসহ ২ কিশোর গ্রেফতার
স্টাফ রিপোর্টার : জেলা গোয়েন্দা শাখা, বগুড়ার বিশেষ অভিযানে ১টি ছোরা, ৬টি বার্মিজ চাকু ও ১টি মোটরসাইকেলসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার করা হয়েছে। বয়স কম হওয়ায় তাদের নাম জানানো হয়নি।
ডিবি সূত্র জানায়, বগুড়া জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ডিবির একটি দল গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে শহরের দত্তবাড়ির শতাব্দী ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের এই দুইজন সদস্যকে গ্রেফতার করে। এরপর তাদের হেফাজত হতে ২টি ধারালো বার্মিজ চাকু ও ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আরও পড়ুনপরবর্তীতে তাদের দেওয়া তথ্যানুসারে আজ শুক্রবার (২৭ জুন) ভোরে এক শিশুর তিনতলা বসত বাড়ীর শয়ন কক্ষ হতে ৪ টি বিভিন্ন রকমের বার্মিজ চাকু ও ১ টি ছোরা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা শিশু কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1765733127.jpg)


