ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৫ জুন, ২০২৫, ০৯:৫৭ রাত

বগুড়ার ধুনটে ভ্রাম্যমাণ আদালতে চার ওষুধ ব্যবসায়ীর জরিমানা

বগুড়ার ধুনটে ভ্রাম্যমান আদালতে চার ওষুধ ব্যবসায়ীর জরিমানা। ছবি : দৈনিক করতোয়া

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে চার ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। আজ বুধবার (২৫ জুন) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল এ অভিযান পরিচালনা করেন।

জরিমানা করা ব্যবসায়ীরা হলেন, পৌর এলাকার উত্তর অফিসার পাড়ার সুরেশ চন্দ্র সাহার ছেলে জিতেন্দ্র নাথ সাহা, পশ্চিম ভরনশাহী গ্রামের আমিনুল ইসলামের ছেলে সোহেল রানা, পাকুড়িহাটা গ্রামের লোকমান হোসেনের ছেলে জামিল উদ্দিন ও জোড়শিমুল গ্রামের রুহুল আমিনের ছেলে জুবায়ের হোসেন। প্রত্যেক ব্যবসায়ীর কাছ থেকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

ইউএনও অফিস সূত্রে জানা যায়, বাজারের বেশিরভাগ ওষুধের দোকানে দীর্ঘদিন ধরে মেয়াদ উত্তীর্ণ ও আনরেজিস্টার্ড ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স না থাকা, এন্টিবায়োটিক ওষুধের রেজিস্টার সংরক্ষণ না করা ও বিক্রির জন্য ফিজিক্যাল স্যাম্পল রাখার অভিযোগ ছিল।

আরও পড়ুন

বার বার সতর্ক করার পরও তারা ড্রাগ আইন লঙ্ঘন করে ব্যবসা পরিচালনা করছেন। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেলে রিছিল বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড