ভিডিও বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ। ছবি : দৈনিক করতোয়া

কোর্ট রিপোর্টার : বগুড়া শহরের যৌতুকের দাবিতে নির্যাতন করে গৃহবধূ হত্যা মামলার রায়ে অভিযুক্ত আসামি স্বামী মাসুদ আনছারীকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। সেই সাথে ওই আসামিকে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করা হয়। হাইকোর্টের অনুমোদন সাপেক্ষে ফাঁসির রশিতে ঝুলিয়ে এই মৃত্যুদন্ডাদেশ কার্যকর হবে মর্মে রায়ে উল্লেখ করা হয়েছে।

বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এর বিচারক মো. আনোয়ারুল হক আজ রোববার (২২ জুন) এই মামলার রায় দেন। মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামি বগুড়া শহরের নামাজগড় মসজিদের পাশের মৃত মাফুজুল হকের ছেলে।

উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিহালী উত্তরপাড়ার সাহেব আলী সরকারের মেয়ে শিউলি বেগমের সাথে আসামি মাসুদ আনছারীর বিয়ে হয় এবং বিয়ের পর সংসার করাকালে তাদের সন্তান হয়। আসামি মাসুদ ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। যৌতুকের দাবিকৃত ওই টাকা না পেয়ে সে তার স্ত্রী শিউলী বেগমকে গত ২০১১ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির শয়ন ঘরের মধ্যে মারপিটসহ নির্যাতন চালিয়ে গুরুতর আহত করে ঘরের মধ্যে ফেলে রাখে।

আরও পড়ুন

আহত শিউলি বেগম তার স্বামীর বাড়িতে ২৭ ফেব্রুয়ারি মারা যান। এ ব্যাপারে নিহত ওই গৃহবধূর মা বুলি বেওয়া বাদি হয়ে বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলাটি এসআই নবিউল ইসলাম তদন্ত করে ওই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে পিপি এড. আলী আসগার ও তাকে সহায়তা করেন এপিপি এড. কারিমুল ইসলাম বকুল এবং আসামি পক্ষে এড. হুসনে নুর রশীদ রূপালী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের মাধ্যমে জনগণের প্রতিনিধি নির্বাচনের সুযোগ এসেছে : গণসংযোগে সাবেক এমপি সিরাজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, ৩ বাংলাদেশি গ্রেফতার

আসন্ন দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে - মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা 

গাইবান্ধার সাঘাটায় বালু ব্যবসায়ীর ৫ লাখ টাকা জরিমানা

নওগাঁয় গাঁজাসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন