ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

সিরাজগঞ্জের কাজিপুরে চরের প্রতিষ্ঠানগুলোতে যে কারণে এসএসসির ফল বিপর্যয়

সিরাজগঞ্জের কাজিপুরে চরের প্রতিষ্ঠানগুলোতে যে কারণে এসএসসির ফল বিপর্যয়। প্রতীকী ছবি

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সদ্যঘোষিত এসএসসি পরীক্ষার ফলাফলে হতাশ কাজিপুরের চরাঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানগুলোর অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষ। বিগত দশ বছর চরের দশটি মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল অভিভাবকদের মনে আশার সঞ্চার করলেও এবারে তারা হতাশ।

সদ্যঘোষিত ফলাফলে কোন কোন বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর অর্ধেকও কৃতকার্য হতে পারেনি। আর জিপিএ-৫ পাওয়ার হার গতবারের চেয়ে নিম্নমুখী। চায়ের টেবিল থেকে শুরু করে হাটুরে, ব্যবসায়ী, সাধারণ মানুষ সবার মুখে মুখে এবারের এই ফল বিপর্যয়ের আলোচনা চলছে।

বিপর্যয়ের কারণ খুঁজতে গিয়ে পরীক্ষা গ্রহণ পদ্ধতিকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অভিভাবক ও শিক্ষানুরাগী মানুষজন। আওয়ামী লীগ সরকারের  বিগত দশ বছরে এইসব বিদ্যালয়ের শিক্ষার্থীগণ পরীক্ষার হলে পেতো  অসৎ উপায় অবলম্বনের সুযোগ। বিশেষ করে গত তিন-চার বছরে এই পরিস্থিতি এমন ভয়াবহ পর্যায়ে যায় যে তা দূর থেকে সাধারণ মানুষ কল্পনাও করতে পারেনি।

তবে চরের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এবার অনেক ভালো ফলাফল করেছে। এবারে চরাঞ্চলের ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয় তুলনামূলকভাবে ভালো রেজাল্ট করেছে। এই প্রতিষ্ঠান থেকে এবারে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ২৫৭ জন। এরমধ্যে পাস করেছে ২২৬ জন। জিপিএ ৫ পেয়েছে ২১জন। এই ফলাফল চরের বিদ্যালয়গুলোর মধ্যে সেরা। দ্বিতীয় অবস্থানে রয়েছে খাষশুড়িবেড় উচ্চ বিদ্যালয়।

এই প্রতিষ্ঠান থেকে এবারে এসএসসিতে অংশ নিয়েছিলো ১৮৩ জন। পাস করেছে ১৪২জন। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। এছাড়া নাটুয়ারপাড়া কেবি উচ্চ বিদ্যালয়ের ৮৩ শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৭৫ জন, জিপিএ ৫ পায়নি কেউই। খাসরাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২ জন। জিপিএ ৫ নেই।

আরও পড়ুন

সবচেয়ে খারাপ ফলাফল করেছে মনসুর নগর জাতীয় উচ্চ বিদ্যালয় ও মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়। মনসুরনগর জাতীয় উচ্চ বিদ্যালয়ের ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে মাত্র ৮২ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ৪ জন। অথচ গতবার ফলাফলে এই বিদ্যালয় উপজেলার মধ্যে শীর্ষস্থানে ছিলো। এছাড়া মাজনাবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০৩ জনের মধ্যে পাস করেছে মাত্র ২৬ জন। জিপিএ-৫ নেই।

শালগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৯৮ জনের মধ্যে পাস করেছে মাত্র ৪১ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৭ জন। জিপিএ-৫ পায়নি কেউই। অথচ এসব প্রতিষ্ঠান থেকে গতবার বোর্ডের পাসের হারে চেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী পাস করেছিলো।

ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম জাহাঙ্গীর আলম বলেন, আমরা শিক্ষার্থীদের অনেকটা জোর করে ক্লাসমুখী করেছি। নিয়মিত অভিভাবক সমাবেশ, বিদ্যালয়ের ফলাফল অভিভাবকদের জানিয়ে দেয়া, কোন শিক্ষার্থী পরপর কয়েকদিন ক্লাসে অনুপস্থিত থাকলে তার খোঁজ নেয়ার মতো দায়িত্বগুলো আমার শিক্ষকগণ নিয়মিত পালন করেছেন। যার ফলে সামগ্রিকভাবে আমাদের বিদ্যালয়ের ফলাফল ভালো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিকটকে পরিচয় থেকে বিয়ে, অতঃপর ...

বগুড়ার আদমদীঘিতে ১০ টাকা কেজির মরিচ ১১ দিনের ব্যবধানে হাঁকালো ডাবল সেঞ্চুরি

ফের আলোচনায় ইআরএল ইউনিট-২ প্রকল্প

খতিবকে কোপানো সেই বিল্লাল বললেন ‘ভুল করেছি’

ঢাকার মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে বগুড়ায় বিভিন্ন সংগঠনের বিক্ষোভ মিছিল

জোকোভিচকে বিধ্বস্ত করে ফাইনালে সিনার