ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২২ জুন, ২০২৫, ০৬:১৯ বিকাল

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, অবশেষে বিয়ে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, অবশেষে বিয়ে। প্রতীকী ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশনের ৪ দিন পর জনপ্রতিনিধিদেরর হস্তক্ষেপে অবশেষে বিয়ে সম্পন্ন হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার দূর্গানগর ইউনিয়নের হেমন্তবাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে আলাউদ্দিনের সাথে ও শাহজাদপুর উপজেলার আলোকদিয়া গ্রামের জামাত আলীর মেয়ে শারমিন আক্তারের বিয়ে হয়। ছেলের বাড়িতেই এ বিয়ে সম্পন্ন হয়।

আলাউদ্দিন বেসরকারি কোম্পানিতে চাকরি করেন এবং শারমিন কলেজ ছাত্রী। বর ও কনের সাথে কথা বলে জানা যায়, তিন বছর আগে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যেমে কথিত আলাউদ্দিন ও শারমিনের পরিচয় হয়। এরপর দিনে দিনে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের সম্পর্ক গভীরে পৌঁছায়।

শারমিনের অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আলাউদ্দিন তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু পরবর্তীতে বিয়ের প্রতিশ্রুতি রাখেনি আলাউদ্দিন। উপরন্তু তার সাথে যোগযোগ বন্ধ করে দেয়। নিরুপায় হয়ে শারমিন শেষ পর্যন্ত ১৭ জুন আলাউদ্দিনের বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন শুরু করে।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় জনপ্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সমাধানে এগিয়ে আসেন। দূর্গানগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, মেয়েটির অনশনের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে শারমিনের সাথে কথা বলেন। এরপর ছেলেপক্ষের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন

তবে আলাউদ্দিন প্রথমে পলাতক থাকায় তাৎক্ষণিক সিদ্ধান্ত সম্ভব হয়নি। পরে ইউনিয়নের সংশ্লিষ্ট মেম্বর এবাদ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে মধ্যস্থতা করে গত শুক্রবার রাতে ছেলের বাড়িতে তাদের বিয়ে পড়ানো হয়। ৫ লাখ টাকা দেনমোহর ধার্য করে কাবিননামা সম্পন্ন করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিয়ের ব্যবস্থা করতে উভয়পক্ষকে সম্মত করানো হয়েছে।

বিয়ের পর আলাউদ্দিন ও শারমিন আক্তার জানান, অনেক ঝামেলার পর আমরা একত্রিত হতে পরে অনেক আনন্দিত। আলাউদ্দিনের বাবা শহিদুল ইসলাম ও শারমিনের বাবা জামাত আলী জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের সিদ্ধান্তের আলোকে তারা তাদের সন্তানদের বিয়ে সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড