ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৯ জুন, ২০২৫, ০৯:৩৯ রাত

বগুড়ায় মাদক মামলায় তিন পুলিশ ও এক আনসার সদস্য রিমান্ডে

বগুড়ায় মাদক মামলায় তিন পুলিশ ও এক আনসার সদস্য রিমান্ডে, ফাইল ছবি

কোর্ট রিপোর্টার : বগুড়ায় মাদক মামলায় তিন পুলিশ ও এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তারা হলো-জয়পুরহাট সদর ট্রাফিক কনস্টেবল সাখাওয়াত হোসেন (৩৭), আরআরএফ রাজশাহীর কনস্টেবল আব্দুল ওহাব (৪০) ও বগুড়া জেলা পুলিশের নায়েক আব্দুল আলীম (৩৩) এবং বিশেষ আনসার সদস্য আবু সুফিয়ান (৪২)। এই মামলার তদন্তকারী কর্মকর্তা বগুড়া ডিবি পুলিশের এসআই মো. নুর আলম ওই চার হাজতি আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে তিন দিনের পুলিশ রিমান্ডের আবেদন করলে বগুড়ার সদর আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আবেদন শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ডিবি পুলিশ গোপন সূত্রে সংবাদ পেয়ে গত ২৯ মে সন্ধ্যায় শহরের সাতমাথায় একাত্তর আবাসিক হেটেলের সামনে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রির জন্য অবস্থান করছে। ওই সংবাদ পেয়ে তিন ব্যক্তি ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে আটক করে এবং বিশেষ আনসার সদস্য আবু সুফিয়ানের কাছ থেকে ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং আসামিরা গ্রেফতার হওয়া ৩০ মিনিট আগে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলা পুলিশের নায়েক আব্দুল আলীমের কাছে বিক্রি করে। এরপর ওই আসামিদের মোবাইল ফোন জব্দ করে এবং তাদেরকে সাথে নিয়ে পুলিশ প্লাজার পশ্চিম পাশ থেকে বগুড়া জেলা পুলিশের নায়েক আব্দুল আলীমকে গ্রেফতার করে ১৫০ পিস ইয়াবা ট্যাবলে উদ্ধারসহ জব্দ করে। এ ব্যাপারে এই মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড