ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১৪ জুন, ২০২৫, ০৮:৩০ রাত

নওগাঁর সাপাহারে চলাচলে অনুপযোগী রাস্তাটি গ্রামবাসীর অর্থায়নে সংস্কার করা হচ্ছে

নওগাঁর সাপাহারে চলাচলে অনুপযোগী রাস্তাটি গ্রামবাসীর অর্থায়নে সংস্কার করা হচ্ছে। ছবি : দৈনিক করতোয়া

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : বর্ষা নামতে না নামতেই সাপাহার উপজেলার গ্রামীণ জনপদের একটি কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায় উপজেলার ফজিলাপুর-কামাশপুরের প্রায় ৪ কিলোমিটার এই রাস্তা। কয়েকদিনের টানা বর্ষণে রাস্তার বেশিরভাগই অংশই এখন বড় বড় খানা-খন্দকে পরিণত হয়েছে। ফলে রাস্তাটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী।

ম্প্রতি এলাকাবাসী রাস্তাটি সংস্কারের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি আবেদন করলে ইউএনও তাদের এতবড় রাস্তা সংস্কারে বর্তমানে তার কোন ফান্ডে অর্থ বরাদ্দ নেই বলে জানান। পরে নির্বাহী অফিস থেকে ফিরে গিয়ে নিজ নিজ তহবিল থেকে ফান্ড তৈরি করে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেন তারা। গতকাল শুক্রবার সরেজমিনে এলাকায় রাস্তা মেরামতের কাজ করতে দেখা যায়।

গ্রামবাসীরা জানান, নিজেরা অর্থ সংগ্রহ করে প্রতি ঘন্টা ১হাজার ৫শ’ টাকার চুক্তিতে এসকেভেটর মেশিন দিয়ে কোন রকমে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। তবে প্রবল বর্ষণ শুরু হলে আবারও রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, বিএনপি-জামায়াত অধ্যুষিত এলাকা হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অতীতে কোনো গুরুত্ব দেয়নি এখানে। প্রতিবছর বর্ষা মৌসুমে চরম কষ্টে জনগণ চলাচল করে আসছেন এই রাস্তা দিয়ে। এমনকি জরুরী ভিত্তিতে রোগী হাসপাতালে নেওয়ার মতো অবস্থাও থাকেনা রাস্তাটির।

আদলপুর, ফজিলাপুর, কামাশপুর নতুনপাড়া, উপরপাড়া, তলাপাড়া, কামারপাড়া, ঢেড়পাড়া, মোন্নাপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষ এই পথে চলাচল করে থাকে। রাস্তার পাশে ২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা রয়েছে। জনগুরুত্বপূর্ণ গ্রামীণ এই রাস্তা মেরামতসহ পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড