ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১১ জুন, ২০২৫, ০৫:৪০ বিকাল

 গোসলে নেমে কুমার নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

 গোসলে নেমে কুমার নদে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক:  গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লাখাইরচর গ্রামে কুমার নদে ডুবে মিম আক্তার (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় সামিয়া আক্তার (১০) নামে অপর এক কিশোরীকে জীবিত উদ্ধার করা হয়।


বুধবার (১১ জুন) ঘটনাটি ঘটে। তারা সম্পর্কে খালাতো বোন।

মারা যাওয়া মিম ঢাকার সাভারের গড়িয়াপুর গ্রামের জাকির শেখের মেয়ে। সে সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। জীবিত উদ্ধার হওয়া সামিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া গ্রামের আব্দুল লতিফের মেয়ে। সে চতুর্থ শ্রেণির ছাত্রী। 


মারা যাওয়া মিমের খালু আজগর আলী ফকির বলেন, “আমার মেয়ের বিয়েতে যোগ দিতে পরিবারের সঙ্গে মিম ও সামিয়া লাখাইরচর গ্রামে আসে। আজ সকালে তারা দুইজন বাড়ির পাশের কুমার নদে গোসল করতে যায়। এসময় মিম পানিতে তলিয়ে যায়। মিমকে বাঁচাতে গিয়ে সামিয়াও পানিতে ডুবে যায়।”

আরও পড়ুন

তিনি বলেন, “দুইজনকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সামিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বলেন, “নদীতে গোসল করতে নামা দুই খালাতো বোনের মধ্যে একজন মারা গেছে। অপরজন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।” 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড