সার্বভৌমত্ব রক্ষায় পরিবারের কথা চিন্তা না করে জিয়া স্বাধীনতার ঘোষণা দেন - ভিপি সাইফুল ইসলাম
বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে বগুড়ায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আজ সোমবার (২ জুন) সকালে পৌরসভার ৯নং ওয়ার্ডের খান্দার বাজার এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম।
খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিপি সাইফুল ইসলাম বলেন, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর হামলায় এদেশের মানুষ যখন দিশাহীন হয়ে পড়েছিল। সে সময় শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে চলে যায়। দিশেহারা এ জাতিকে পথ দেখাবেন কে, সেই সময় আবির্ভাব হলো মেজর জিয়ার, তিনি জাতিকে পথ দেখালেন। মেজর জিয়াউর রহমান পরিবারের সদস্যদের কথা চিন্তা না করে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব কথা ভেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।
তিনি আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামত ও দেশের জনগণের কথা চিন্তা করে-সকল রাজনৈতিক দলের সমন্বয়ে ৩১ দফার কর্মসূচি ঘোষণা দেন। এই ৩১ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশ থেকে বৈষম্য দূর হবে। মানুষ বাকস্বাধীনতা ফিরে পাবে।
আরও পড়ুনদেশের মানুষ ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংস্কৃতিক সম্পাদক ওয়াহেদ মুরাদ, নির্বাহী কমিটির সদস্য এড. আব্দুল মতিন মন্ডল, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সাবেক কাউন্সিলর শাহ্ মো. মেহেদী হাসান হিমু, শাজাহানপুর উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক আবুল বাশার।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা ফারুকুল ইসলাম ফারুক, পিটু, সৈয়দ আব্দুল গফুর দারা, সাবেক মহিলা কাউন্সিলর রোকেয়া বেগম রঞ্জনা, আতিকুজ্জামান সজীব, জহুরুল ইসলাম পলাশ, সাহেদুল ইসলাম রবি, সোহেল শাহরিয়ার, সোহেল রানা সুমন, শফিকুল ইসলাম শফিক প্রমুখ।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক





_medium_1765733127.jpg)


