ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০২ জুন, ২০২৫, ০৯:৫৭ রাত

সাইকেল নিয়ে ঝগড়ার জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মেজো ভাই খুন

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা;দুশো নিহত, নিখোঁজ আরও পাঁচশো

নিউজ ডেস্ক:  যশোরের চৌগাছায় উপজেলার ধুলিয়ানী ইউনিয়নের শাহাজাদপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছুরিকাঘাতে মেজো ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 সোমবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত শিহাব হোসেন (২১) কাতার প্রবাসী মহিদুল ইসলামের মেজো ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত বড় ভাই সুমন হোসেন (২৫) পলাতক।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, তিন ভাইয়ের মধ্যে শিহাব মেজো ছিলেন। সোমবার দুপুরে পার্শ্ববর্তী এক বাড়িতে যাওয়ার জন্য বড় ভাই সুমনের সাইকেল নিয়ে যান তিনি। সেখান থেকে ফেরার পরেই সাইকেল ব্যবহার করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত সুমন কোমর থেকে ছুরি বের করে শিহাবের পিঠে আঘাত করেন।

শিহাবের মা বলেন, সাইকেল নিয়ে ওদের মধ্যে ঝগড়া হচ্ছিল, দূর থেকে টের পেয়েছিলাম। কথাগুলো বলতে বলতেই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আরও পড়ুন

নিহতের মামা শুকুর আলী বলেন, “ঘটনার সময় বাড়ির উঠানে ছিলাম। হঠাৎ চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি শিহাব রক্তে ভেসে যাচ্ছে। তখন সে আমাকে বলে, মামা, আমাকে হাসপাতালে নিয়ে চলো, না হলে আমি বাঁচব না। দ্রুত স্থানীয়দের সহায়তায় ওকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিহাবকে মৃত ঘোষণা করেন।’’

চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনোয়ারুল আবেদীন বলেন, “নিহতের পিঠের বাম দিকে ছুরির গভীর আঘাত ছিল, যা প্রাণঘাতী হয়ে দাঁড়ায়।”

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘‘অভিযুক্ত সুমন পলাতক রয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত 

ডাকসু’র নেতৃত্বে তিন দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে শিক্ষার্থীদের মার্চ

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বিদেশে হাদির চিকিৎসার খরচ দেবে সরকার : অর্থ উপদেষ্টা

‘জুলাই-আগস্ট আন্দোলনের মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র পুনরুজ্জীবনের প্রত্যাশা তৈরি হয়েছে’

হাদিকে হত্যাচেষ্টায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ ব্লকেড